শীতের ছুটিতে রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে শীতকালীন ছুটি। আর তা চলবে আগামী ১৪ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন জানান, শীতকালীন ছুটিতে ১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। আর প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত।
তিনি আরো জানান, তবে ১৫ তারিখ শুক্রবার হওয়ায় ক্লাস-পরীক্ষা ১৬ জানুয়ারি থেকে শুরু হবে এবং প্রশাসনিক কার্যক্রম ৮ জানুয়ারি থেকে পুনরায় প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে।
এর আগে শীতকালীন ছুটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাতদিন (৩১ ডিসেম্বর-৬ জানুয়ারি) আবাসিক হলসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করলেও সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের কঠোর আন্দোলনের মুখে হল বন্ধ রাখার সিদ্ধান্ত বাতিল করে।#
লেখাপড়া২৪.কম/রাবি/সং/আরএইচ