উত্তরা ইউনিভার্সিটির নতুন ডিন ড. আবদুর রশীদ
ডক্টর মোহাম্মদ আবদুর রশীদ উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব সিভিল, এনভায়রনমেন্ট এ- ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (সি.ই.আই.ই)-এ ডিন হিসেবে যোগদান করেছেন। ১ জানুয়ারি ২০১৬ তিনি দায়িত্ব গ্রহণ করেন। ডক্টর মোহাম্মদ আবদুর রশীদ ইতোপূর্বে ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এ- টেকনোলজির (ডুয়েট) উপাচার্য (চলতি দায়িত্ব), একই বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
দেশ বিদেশের অসংখ্য জার্নালে গবেষণাধর্মী লেখার জন্যে সুধী মহলে সমাদৃত ইনস্টিটিউট অব ইঞ্জনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর ফেলো ডক্টর মোহাম্মদ আবদুর রশীদ রাজধানির অনেকগুলো দৃষ্টিনন্দন ও ত্রুটিহীন ভবন নির্মাণে ডিজাইনার ও কনসালটেন্ট হিসেবে ভূমিকা রেখেছেন।
ডক্টর মোহাম্মদ আবদুর রশীদ উত্তরা ইউনিভার্সিটিতে ডক্টর বিলকিস আমিন হকের স্থলাভিষিক্ত হলেন।#
লেখাপড়া২৪.কম/উত্তরা/পিআর/আরএইচ