জাবি সিনে সোসাইটির যাত্রা শুরু

Ju‘চোখ মেলে দেখি’ এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক তরুণ শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করেছে জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি (JSC)। ১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সংঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

 

সংগঠনের লক্ষ উদ্যেশ্য: নাটক এবং চলচ্চিত্রের দ্বারা সমাজের অন্যায়,অবিচার,নির্যাতন এবং অসঙ্গতিকে প্রতিরোধ ও প্রতিবাদের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন।

 

সংগঠনের কার্যক্রম:
নাটক, স্বল্পদৈর্ঘ্য ও পূর্নদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনী।
বিশ্ববিদ্যালয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে শর্টফিল্মের প্রতিযোগীতার আয়োজন করা।
সদস্যদের বিভিন্ন কর্মশালার মাধ্যমে কর্মদক্ষতা বাড়ানো।
বিশ্ববিদ্যালয়,জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করা।
বিশ্ববিদ্যালয়,জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যেকোন সংকটময় পরিস্থিতিতে প্রতিবাদী প্রদর্শনী করা।
জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষনে সংগঠনের সদস্যদের যোগদানে সহযোগীতা করা।
নাটক, স্বল্পদৈঘ্য এবং পূর্ন দৈর্ঘ্য চলচ্চিত্রে বিশেষ অবদানে স্বীকৃতিস্বরুপ প্রতিবছর লপং এ্যাওয়ার্ড প্রদান।

Post MIddle

 এই সংগঠনের প্রযোজনা সমূহ: শর্ট ফিল্ম (বোধ)। রচনা,চিত্রনাট্য ও পরিচালনা:নাঈম আবির।
 নাটক: এসেছি হাজার বারণে। রচনা ও চিত্রনাট্য:নাঈম আবির ও কে.এইচ তালহা। পরিচালনা : কে.এইচ তালহা।
 জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি (ঔ.ঈ.ঝ) ২০১৬ সালের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে যারা রয়েছেন।
পৃষ্ঠপোষক: অধ্যাপক ড.ফারজানা ইসলাম
প্রধান উপদেষ্টা: ড.কবিরুল বাশার (সহযোগী অধ্যাপক,প্রাণিবিদ্যা বিভাগ)
উপদেষ্টা: ড .শামীম রেজা (সহযোগী অধ্যাপক,বাংলা বিভাগ)

 

সভাপতি: নাঈম আবির, সহ-সভাপতি: রবিন খান (প্রশাসন), সহ-সভাপতি: এস এম কে রানা ( প্রযোজনা), সাধারণ সম্পাদক: সাজেদুল ইসলাম সবুজ, যুগ্ন সাধারন সম্পাদক: মো.মাঈনুল হাসান,সাংগঠনিক সম্পাদক: ইয়াসির আরাফাত বণর্, অর্থ সম্পাদক: কে.এইচ তালহা,সহ:অর্থ সম্পাদক: উম্মে মাহবুবা তমা, দপ্তর সম্পাদক: সিরাজুল ইসলাম রাজ,প্রচার ও প্রকাশনা সম্পাদক: সুমন মন্ডল বানি,অনুষ্ঠান বিষয়ক সম্পাদক: আফিয়া শারমিন তুলি। প্রেস ও মিডিয়া সম্পাদক: খুশবু আকন্দ। প্রযোজনা সম্পাদক: মোহাম্মদ রিসান। তথ্য ও প্রযুক্তি: মাজহারুল ইসলাম সৈকত।#

 

 

লেখাপড়া২৪.কম/জাবি/প্রেবি/আরএইচ

পছন্দের আরো পোস্ট