সিলেটে জেএসসির রেকর্ড রেজাল্ট
এদিকে এবার সিলেট বিভাগে মোট ১ লাখ ১৮ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী পাস করেছে। ২০১৪ শিক্ষাবর্ষে পাস করা মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২৫৫ জন, ২০১৩ সালে ছিল ৮৬ হাজার ৮০১ জন এবং ২০১২ সালে পাস করা মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮১ হাজার ৯৪৯ জন।
এবার সিলেট বিভাগের জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থী। ২০১৪ শিক্ষাবর্ষে জিপিএ ৫ পেয়েছিল ৪ হাজার ১০ জন, ২০১৩ সালে পেয়েছিল ৫ হাজার ৭৪৮ জন এবং ২০১২ সালে জিপিএ ৫ পেয়েছিল ১ হাজার ৩৬৪ জন পরীক্ষার্থী।
এর আগের ২০১৩ সালে সিলেট বিভাগে জিটিএ ৫ পায় ৫ হাজার ৭৪৮ জন। এর মধ্যে মেয়ে ৩ হাজার ৬৫ ছেলে ২ হাজার ৬৮৩ জন। ২০১২ সালে সিলেট বিভাগে জিটিএ ৫ প্রাপ্তদের মধ্যে ছেলেদের সংখ্যা বেশি ছিল। মোট জিপিএ’র সংখ্যা ছিল ১ হাজার ৩৬৪। এর মধ্যে মেয়ে ৬৬৬ ছেলে ৬৯৮ জন।
এবারের ফলাফলের বিষয়ে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মান্নান খান বলেন, সব সূচকেই এবার শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছে। এ ফলাফল সন্তোষজনক।