বাঘ সংরক্ষণ বিষয়ক ঢাবিতে দিনব্যাপী কর্মশালা

Picture1ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন প্রকল্পের উদ্যোগে “ঞবধপযবৎং ভড়ৎ ঞরমবৎং” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আজ (৩১ ডিসেম্বর) বৃহস্পতিবার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।

 

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ড. উম্মে সালেমা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. গুলশান আরা লতিফা স্বাগত বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আনোয়ারুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন।

 

Post MIddle

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বন্যপ্রাণি সংরক্ষণ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জীব-বৈচিত্র্য তথা সুন্দরবন রক্ষা করতে হলে অবশ্যই বাঘ সংরক্ষণ করতে হবে।

 

উল্লেখ্য, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক কর্মশালায় অংশ গ্রহণ করেন।

 

 

পছন্দের আরো পোস্ট