গণবিতে মালয়েশিয়ান চিকিৎসকের বিশেষ পাঠ দান
গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ পাঠ দান করছেন, মালয়েশিয়ার অ্যাকাডেমিক অব অক্যুপেশনাল এবং ইনভায়রনমেন্ট মেডিসিনের সদস্য এবং দেশটির অক্যুপেশনাল হেল্থের বিশেষজ্ঞ জায়াবালান তামবিইয়াপ্পা।
২০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী, মাইক্রোবায়োলজী, মেডিকেল ফিজিক্স ও ফিজিওথেরাপী বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে তিনি পাঠদান করেন। একই সঙ্গে এ বিশেষজ্ঞ গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের একাধিক ব্যাচের শিক্ষার্থীদের ক্লাশও নিচ্ছেন।
পাঠ দানে শিক্ষার্থীরা ছাড়াও ইন্টার্নী চিকিৎসক, চিকিৎসক এবং বিভিন্ন বিভাগের শিক্ষকরা এতে অংশ নেন। গণ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তিনি এখানে আসেন। ৩১ ডিসেম্বর বাংলাদেশে আয়োজিত অক্যুপেশনাল হ্যাজার্ড বিষয়ক এক সেমিনারে অংশ নিবেন মালয়েশিয়ান হেল্থ প্রমোশন বোর্ডের সাবেক এই সদস্য।#
লেখাপড়া২৪.কম/গণবি/তারেক/আরএইচ