কুয়েট অফিসার্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির নির্বাচন
আজ (৩১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির নির্বাচন ২০১৬ টার্ম অনুষ্ঠিত হয়েছে, নির্বাচন শেষে সন্ধা পর্যন্ত চলে ভোট গননা। নির্বাচনে সভাপতি পদে জি এম শহিদুল আলম ও সাধারণ সম্পাদক পদে প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে ড. মোঃ জুলফিকার হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে প্রকৌ মোঃ আসলাম পারভেজ, সাংগঠনিক সম্পাদক পদে মনোজ কুমার মজুমদার, ট্রেজারার পদে রেজাউল কবীর মোল্লা, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ হেলাল ফকির, দপ্তর ও প্রচার সম্পাদক পদে খোন্দকার আবু মোহাম্মদ এবং সদস্য পদে শাহ মোঃ শহীদুল ইসলাম, মোঃ মঈনুল হক ও প্রদীপ কুমার দাস নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মোঃ জাহাঙ্গীর হোসেন এবং আব্দুল ওয়াহাব মোড়ল ও প্রকৌঃ মোঃ আবু হানিফ শেখ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য নির্বাচনে ১০২ জন ভোটারের সকলেই ভোট প্রদান করেন।
লেখাপড়া২৪.কম/কুয়েট/পিআর/এমএএ-০৫২২