ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কনসার্ট ফর উষ্ণতা
শীতের তীব্রতা ছড়িয়ে পড়েছে চারদিকে। এই শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ স্টুন্ডেন্ট কাউন্সিল এবং অমৃতসূর্যের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে কনসার্ট ফর উষ্ণতা ।আগামী ২ জানুয়ারি ২০১৬ ইং তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস সি তে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বিকাল ৩ ঘটিকা থেকে রাত ১০ ঘটিকা অনুষ্ঠিত হবে এই কনসার্ট।
উক্ত কনসার্ট এ উপস্থিত থাকবেন সঙ্গীতশিল্পী প্রিতম, জয় শাহরিয়ার, পারভেজ সাজ্জাদ, অর্জন, এ্যাসেজ, অবস্কিউর, গানপোকা, দূর্গ,অক্সিজেন, হ্যামারন সহ আরো অনেকে । কনসার্টটি সকলের জন্য উম্মুক্ত।