পাঠ্যপুস্তক বিদ্যালয়ে পৌঁছানোর কাজ শেষ : শিক্ষামন্ত্রী

বই উৎসববিনামূল্যের পাঠ্যপুস্তক ছাপানো ও বিদ্যালয়ে পৌঁছানোর কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

 
শিক্ষামন্ত্রী বলেন, ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব পালন করা হবে। ওই দিন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। এবার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল মিলিয়ে মোট ৪ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ শিক্ষার্থীকে ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৬০টি বিনামূল্যের বই বিতরণ করা হবে।

Post MIddle

 
মন্ত্রী বলেন, ১ জানুয়ারি আমরা পাঠ্যপুস্তক উৎসব পালন করব ও সব শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করব। বলা হচ্ছে, কিছু বই ছাপা শেষ হয়নি। প্রাথমিকের কিছু বইয়ে সমস্যা ছিল। এ বই ছাপার কাজ একটু দেরিতে শুরু করতে হয়েছে। সেই বই ছাপার কাজও সম্পন্ন হয়েছে। ৩১ ডিসেম্বর সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানান শিক্ষামন্ত্রী।#

 

 

লেখাপড়া২৪.কম/আরএইচ-৫১৮৩

পছন্দের আরো পোস্ট