খুবির সামাজিক বিজ্ঞান স্কুলে ২টি শূন্য আসনে ভর্তি

KHULNA UNIVERSITYখুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অর্থনীতি ডিসিপ্লিনের দু’জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করায় উক্ত ২টি শূন্য আসনে অপেক্ষমান তালিকা থেকে পূর্বে নিবন্ধনকৃত ভর্তিইচ্ছুদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী ০২ (দুই) জন শিক্ষার্থীকে ভর্তি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 

Post MIddle

এ লক্ষ্যে সায়মা সুলতানা মীম মেধাক্রম ২৭০ ও রোল নম্বর ২১৭৬ এবং জান্নাতুল ফেরদৌস সিনথিয়া মেধাক্রম ২৭১ ও রোল নম্বর ১১৫৪ (পূর্বে নিবন্ধনকৃত) এ দু’জন শিক্ষার্থীকে আগামী ০৩-০১-২০১৬ তারিখে বেলা ১২ টায় সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অফিসে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

 

নির্ধারিত সময়ে উপস্থিত না থাকলে পরবর্তীতে কোন প্রার্থীর ভর্তির ব্যাপারে কোন দাবী গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট স্কুলের ডিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

 

 

পছন্দের আরো পোস্ট