ঢাবিতে বিশ্ব চলচ্চিত্র দিবসের আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী

????????????????????????????????????

তথ্য মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট’ (বিসিটিআই)-এর উদ্যোগে (২৮ ডিসেম্বর ২০১৫) সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বকুল তলায় ‘বিশ্ব চলচ্চিত্র দিবস ও আমাদের চলচ্চিত্র ঐতিহ্য’ শীর্ষক এক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

 

Post MIddle

বিসিটিআই-এর প্রধান নির্বাহী ড. মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এসময় আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্রকার কাজী হায়াৎ ও আজিজুর রহমান, চলচ্চিত্র নির্মাতা মানজারে হাসিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাদির জুনাইদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ২৮ ডিসেম্বর বিশ্ব চলচ্চিত্র দিবস হিসেবে পালনে ইউনেস্কোকে প্রস্তাব দিতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।#

 

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/আরএইচ-৫১৭৫

পছন্দের আরো পোস্ট