খুবির শিক্ষক সমিতির জরুরী সভা
আজ (২৯ ডিসেম্বর) মঙ্গলবার বিকেল ৩ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবন অডিটরিয়ামে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান এবং সভা সঞ্চালনা করেন প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ৮ম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রীর প্রতিশ্রæতিসমূহ পূরণ ও সকল অসঙ্গতি দূরীকরণের দাবি নিয়ে আলোচনা এবং পরবর্তীতে বাংলাদেশ বিশ্ব^বিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে আলোচনা সাপেক্ষে পূর্ণ কর্মবিরতীতে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. সরদার শফিকুল ইসলামসহ অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
লেখাপড়া২৪.কম/খুবি/পিআর/এমএএ-০৫১৫