আইসিটি ক্যারিয়ারে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ

ict careerসমাজসেবা অধিদফতরের নিবন্ধিত সমাজসেবামূলক সংগঠন নাছিমা এনাম ফাউন্ডেশনের তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান আইসিটি ক্যারিয়ার ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি অফিস ম্যানেজমন্টে /গ্রাফিক্স ডিজাইন/ পিসি হার্ডওয়্যার মেইনটেন্যান্স/ বেসিক ওয়েব ডিজাইন কোর্সে ৫০ জনকে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে।

 

Post MIddle

এছাড়া পিএইচপি/ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট/ নেটওয়ার্কিং/অটোক্যাড/ একাউন্টিং সফটওয়্যার ট্যালি/ থ্রিডি স্টুডিও ম্যাক্স/ স্কেচ আপ/ ১ বছর মেয়াদী ডিপ্লোমা/৬ মাস মেয়াদী ডিপ্লোমা সহ অন্যান্য কোর্সে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে ।
আগ্রহীদের রেজিস্ট্রেশন করতে আইসিটি ক্যারিয়ার, কনকর্ড টাওয়ার, ২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, কাটাবন ঢাকা-এই ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগ-০১৭১২৯১১৫৬৯/০১৬২৬০৩২৭৭১
উল্লেখ্য বিগত ১০ বছর ধরে কর্মমূখী বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলছে ভিন্নধারার এই প্রশিক্ষণ প্রতিষ্ঠান আইসিটি ক্যারিয়ার। প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ পর্যন্ত দশ হাজার প্রশিক্ষণার্থীকে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দিয়েছে আইসিটি ক্যারিয়ার।#

 

 

লেখাপড়া২৪.কম/প্রেবি/আরএইচ-৫১৭৬

পছন্দের আরো পোস্ট