রাবিতে আন্ত:বর্ষ মুট কোর্টের চুড়ান্ত পর্ব

RUরাজশাহী বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির (আরইউএমসিএস) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আইন বিভাগ আন্ত:বর্ষ মুট কোর্ট প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে বিবাদী পক্ষ চতুর্থ বর্ষে টিম-২। ‘বেস্ট মুটার’ নির্বাচিত হয়েছেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার শামস উদয়। সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনে অবস্থিত আইন বিভাগের গ্যালারীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

এই প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মুট কোর্ট সোসাইটির সভাপতি ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডীন সহযোগী অধ্যাপক বিশ্বজিৎ চন্দ ও আইন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ। প্রতিযোগিতায় বিভাগের অধ্যাপক আনিসুর রহমান, সহকারী অধ্যাপক শাহীন জোহরা ও প্রভাষক কেএমএস তারেকসহ বিভাগের অন্তত দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এই প্রতিযোগিতা শুরু হয় গত ২০ ডিসেম্বর। এতে আইন বিভাগের বিভিন্ন বর্ষ থেকে নয়টি দল অংশ নেয়।

 

Post MIddle

প্রসঙ্গত রাবির আইন বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়াতে বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরের উদ্যোগে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর ‘রাবি মুট কোর্ট সোসাইটি’ যাত্রা শুরু করে।

 

লেখাপড়া২৪.কম/রাবি/তমাল/এমএএ-০৪৯৮

পছন্দের আরো পোস্ট