জাবিতে ইতিহাস বিভাগের পুনর্মিলনী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের এ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২য় পুনর্মিলনী ১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান এ তথ্য জানান।
দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে, পুনর্মিলনীর উদ্বোধন, আনন্দ শোভাযাত্রা, সাধারণ সভা-স্মৃতিচারণ সাংস্কৃতিক অনুষ্ঠান (এ্যালামনাইদের অংগ্রহণে), মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান (ইতিহাস বিভাগের পরিবেশনায়), সংগীতানুষ্ঠান (দিনাত জাহান মুন্নীর পরিবেশনায়)।
এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রকিবুল আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.আবুল খায়ের প্রমুখ।
লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/এমএএ-০৫০৪