শাবিপ্রবি ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নয়ন মিছিল

1 (1)সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,শাবিপ্রবি শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারের দাম কমানো,মান বাড়ানো এবং পর্যাপ্ত ভর্তুকি প্রদানের দাবিতে আজ দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয় অর্জুনতলা থেকে মিছিল শুরু হয় ।মিছিলটি বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হলে সমাবেশ অনুষ্ঠিত হয়  ।সমাবেশ থেকে একটি প্রতিনিধিদল মাসব্যাপি সংগৃহীত শিক্ষক,শিক্ষার্থী ও কর্মচারীদের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি উপাচার্য বরাবর জমা দেন ।

 

শাখা ছাত্র ফ্রন্ট এর আহ্ববায়ক অপু কুমার দাস এর সভাপতিত্বে ও কমিটি সদস্য ইশরাত রাহী রিশতা এর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর কমিটির সভাপতি রেজাউর রহমান রানা,শাবি ছাত্রফ্রন্টের সাবেক আহ্ববায়ক অনিক ধর, বাংলা বিভাগের প্রভাষক মোঃসোহেল রানা,বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন,শাবি শাখার সভাপতি মোঃইউনুস মিয়া, শাবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী,সাস্ট সাহিত্য সংসদ সভাপতি মোঃরেজাউল করিম, সম্মিলিত সামাজিক-সাংস্কৃতিক-ক্রীড়া জোট সমন্বয়ক শাহনেওয়াজ হোসেন পাভেল প্রমুখ ।

 

Post MIddle

সমাবেশে বক্তারা বলেন,ক্যাফেটেরিয়ার খাবারের দাম কমানোর দাবিতে গত ১০ নভেম্বর স্মারকলিপি এবং পরবর্তীতে ১ ডিসেম্বর প্রতিবাদ মিছিল করা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের গত দু’মাসে কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয় নি ।বিশ্ববিদ্যালয় প্রশাসনে যখন এরকম অনৈতিক রুচির সংস্কৃতি গড়ে ওঠে তখন  ছাত্রদের ওপরও তার প্রভাব পড়ে এবং ভবিষ্যতে তার মধ্যে অনৈতিকতার  রুচি গড়ে ওঠে ।

 

বক্তারা আরো বলেন ,বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উন্নত জ্ঞান চর্চার  সহায়ক হিসেবে একটি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারের যে মান ও দাম হওয়া উচিৎ তা অতিদ্রুত নিশ্চিত করার আহ্ববান জানান এবং দাবি আদায় না হলে সাধারণ শিক্ষার্থী,শিক্ষক,কর্মচারী দের নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন  ।এবং আন্দোলনে সবাইকে শামিল হওয়ার আহ্ববান জানান  ।

 

লেখাপড়া২৪.কম/শাবি/সাফকাত/এমএএ-০৫০৭

পছন্দের আরো পোস্ট