জাবি শিক্ষকদের পাঁচ দিনের কর্মবিরতি শুরু

JUজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকা পাঁচ দিনের কর্মবিরতি শুরু হয়েছে। কর্মরিবতির প্রথম দিন আজ কোন বিভাগের ক্লাস অনুষ্ঠিত হয়নি। কলা ও মানবিকী অনুষদ ও সমাজ বিজ্ঞান অনুষদ ঘুরে দেখা যায় কোন বিভাগে ক্লাস নেওয়া হয়নি। কিন্তু কয়েকটি বিভাগে পূর্ব নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য অষ্টম জাতীয় বেতন কাঠামোতে প্রদত্ত প্রতিশ্রুতিসমূহ পূরণ না হওয়ায় এবং বেতন-বৈষম্য দূরীকরণ ও মর্যাদা রক্ষার দাবিতে এ কর্মসূচী পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে শিক্ষক সমিতির জরুরি সভা শেষে কর্মবিরতির এ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খবির উদ্দিন।

 

Post MIddle

নিয়মিত ক্লাস-পরীক্ষা কর্মবিরতির আওতাধীন থাকলেও বিশ্ববিদ্যালয়ের চলমান স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাফরুহী সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/এমএএ-০৫০০

পছন্দের আরো পোস্ট