কুয়েটে পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ র‌্যালি

Clean Weekখুলনা প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ ২০১৫ শুরু হয়েছে। (২৭ ডিসেম্বর) রবিবার দুপুর ১২ঃ২০ টায় প্রশাসনিক ভবনের সম্মুখে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ ২০১৫ এর উদ্বোধন করেন।

 

উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, “আবর্জনা একটি সম্পদ। আমরা সবাই মিলে এর সঠিক ব্যবস্থাপনা করলে, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে পারি”। উদ্বোধন শেষে পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষ্যে সচেতনতামূলক র‌্যালী অনুষ্ঠিত হয়। প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে র‌্যালীটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সম্মুখে এসে সমাপ্ত হয়।

 

Post MIddle

কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এর নেতৃত্বে র‌্যালীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাগণ, ছাত্র-ছাত্রী, কর্মচারীবৃন্দসহ অন্যান্যরা ব্যানার, ফেস্টুন নিয়ে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

লেখাপড়া২৪.কম/কুয়েট/পিআর/এমএএ-০৪৮৯

পছন্দের আরো পোস্ট