লাল সবুজ বইঘরের চতুর্থ লাইব্রেরির উদ্বোধন
গল্পের বই পড়ে নিজেদের বিকশিত সুযোগ শহরের বাচ্চাদের অনেক। কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত কোন গ্রামের শিশুদের সেই সুযোগ নেই। এ কারনে প্রত্যন্ত অঞ্চলের শিশুদের হাতে বই তুলে দিতে এবং ছোটবেলা থেকে শিশুদের পাঠাভ্যাস গড়ে তুলতে ২০১৩ সালে লাল সবুজ বইঘরের যাত্রা শুরু। তারই ধারাবাহিকতায় গত ২৫ ডিসেম্বর, ২০১৫ ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটের ফেরদৌসনগর সরকারি প্রথমিক বিদ্যালয়ে লাল সবুজ বইঘরের চতুর্থ লাইব্রেরিটির উদ্বোধন হয়। লাইব্রেরির উদ্বোধন করেন লাল সবুজ বইঘরের সমন্বয়ক- স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর সাংবাদিকতা বিভাগের প্রভাষক তানিয়া মুন এবং বিদ্যালয়ের জমিদাতা জনাব ফেরদৌস আলম মজুমদার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা লাল সবুজ বইঘরের এই উদ্যোগকে স্বাগত জানান।
২০১৩ সাল থেকে লাল সবুজ বইঘরের আরো তিনটি লাইব্রেরির কার্যক্রম চলছে বাংলাদেশের পাবনা, নরসিংদী এবং মানিকগঞ্জ জেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
ব্যক্তিগত উদ্যোগে এবং অর্থায়নে কার্যক্রম চলছে এই লাইব্রেরির। লাইব্রেরির উদ্যোক্তা হিসেবে শুরু থেকে এই প্রয়াসে যুক্ত আছেন গীতিকার এবং লেখক শেখ রানা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাতলুবা খান, স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের প্রভাষক তানিয়া মুন, সাংবাদিক আদনান মুকিত দীপ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাশরুর ইমতিয়াজ।
যে কোন অরাজনৈতিক ব্যাক্তি বা প্রতিষ্ঠান এই স্বপ্নযাত্রায় সামিল হতে পারেন। বই দিয়ে বাংলাদেশের সব শিশুদেরকে সমানভাবে বিকশিত হবার এই স্বপ্নযাত্রায় সবাইকে স্বাগতম।#
লেখাপড়া২৪.কম/মাজেদ/আরএইচ-৫১৪১