পাকিস্তানের সাথে কোন সম্পর্ক রাখবে না বেরোবি

Begomপাকিস্তানের সাথে একাডেমিক, প্রফেশনাল ও গবেষণা বিষয়ক কোন প্রকার সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। গতকাল শনিবার (২৬ ডিসেম্বর ২০১৫) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৪৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

উপাচার্য জানান, পাকিস্তানের নানা বিতর্কিত কার্যক্রম প্রমাণ করে তারা এখনো বাংলাদের অস্তিত্ব স্বীকার করেনা। ১৯৭১ সালে পাকিস্তান বাঙ্গালীদের উপর যে বর্বর হামলা চালিয়েছে; তারা এখনো সেই ভুল স্বীকার করেনা এবং সেই সময়ের ক্ষতিপূরণ তারা এখনো দেয়নি। সর্বশেষ ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিয়েও তারা নানা বিতর্কিত বক্তব্য উপস্থাপন করে আসছে।

 

Post MIddle

সুতরাং পাকিস্তান যতদিন তাদের কৃতকর্মের ভুল স্বীকার না করবে ততদিন পর্যন্ত পাকিস্তানের সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোন সম্পর্ক থাকবে না। এমনকি পাকিস্তানের কোন জার্নালে প্রকাশিত প্রবন্ধ এই বিশ্ববিদ্যালয়ে গ্রহনযোগ্য হবে না। একইভাবে পাকিস্তান থেকে কেউ প্রবন্ধ প্রেরণ করলে এই বিশ্ববিদ্যালয়ের কোন জার্নালে প্রকাশ করা হবে না।

 

লেখাপড়া২৪.কম/বেরোবি/আলী/এমএএ-০৪৮৬

পছন্দের আরো পোস্ট