রাবির আবাসিক হল বন্ধ থাকবে ৭ জানুয়ারি পর্যন্ত

RUশীতকালীন ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলসগুলো আগামী ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন এ তথ্য জানিয়েছেন। তবে এই ছুটিতে আবাসিক হলগুলো খোলা রাখার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট, প্রগতিশীল ছাত্রজোট। শনিবার পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘৩১ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সকল আবাসিক হল বন্ধ রাখার জন্য সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদ। কিন্তু ৮ জানুয়ারি বিসিএস পরীক্ষা থাকায় আগামী ৭ জানুয়ারি সকাল ৯টায় সকল হল খুলে দেওয়ার জন্য প্রধ্যক্ষদের বলা হয়েছে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।’

 

Post MIddle

ছুটিতে আবাসিক হল বন্ধের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘শীতকালিন ছুটিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, হল ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমসহ সমস্ত কিছু বন্ধ থাকবে। ওই সময় হল দেখাশোনার জন্য কেউ থাকবে না। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন মাতিন বলেন, ‘এবারের শীতকালিন ছুটিতে ২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ জানুয়ারি শুক্রবার হওয়ায় পরের দিন থেকে ক্লাস-পরীক্ষা পুনরায় চালু হবে। আর প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ২-৭ জানুয়ারি পর্যন্ত।’

 

লেখাপড়া২৪.কম/রাবি/তমাল/এমএএ-০৪৮৫

পছন্দের আরো পোস্ট