মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রভিডেন্ট ফান্ড কমিটির সভা

provident fund (1)মেট্রোপলিটন ইউনিভার্সিটির কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড পরিচালনা কমিটির নিয়মিত সভা (২৬ ডিসেম্বর ২০১৫) শনিবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় সাবেক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরকে প্রদানকতৃ প্রভিডেন্ট ফান্ডের বিষয়টি অনুমোদন এবং অপেক্ষমান প্রভিডেন্ট ফান্ডের টাকা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।

 

সভায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রয়াত পরিচালক (অর্থ) মো. আসদ্দর আলীর নামে একিট ফাউন্ডেশন গঠন এবং আগামী ১৫ জানুয়ারি ২০১৬ এক শোক সভা করার সিদ্ধান গৃহিত হয়।

 

Post MIddle

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মুহিতুল বারী রহমান, রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর, পরিচালক (অর্থ) মিহির কান্তি চৌধুরী, অফিস সহকারী মো. রফিক আহমদ এবং কমিটির সদস্য সচিব ও উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মো. ইনামুল হক।#

 

 

লেখাপড়া২৪.কম/মেট্রো/পিআর/আরএইচ-৫১৩৬

পছন্দের আরো পোস্ট