বাকৃবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১১ জানুয়ারি

বাকৃবি / BAUবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তিকৃত সকল শিক্ষার্থীর পরিচিতিমূলক সভা আগামী ১০ জানুয়ারি এবং ক্লাস ১১ জানুয়ারি শুরু হবে।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ৪ জানুয়ারির পরিবর্তে ১১ জানুয়ারি থেকে শুরু হবে। এ ছাড়া ভর্তিকৃত সব শিক্ষার্থীর পরিচিতিমূলক সভা আগামী ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

 

Post MIddle

উল্লেখ্য, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয় এবং ১৭ ডিসেম্বর মেধা তালিকা থেকে ও ২৩ ডিসেম্বর অপেক্ষামান তালিকা থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়।#

 

 

লেখাপড়া২৪.কম/বাকৃবি/আর/আরএইচ-৫১৩২

পছন্দের আরো পোস্ট