ঢাবিতে আইন সমিতির বার্ষিক সম্মেলন
শুক্রবার (২৫ ডিসেম্বর ২০১৫) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ সংলগ্ন প্রাঙ্গণে ‘বাংলাদেশ আইন সমিতির ৩০তম বার্ষিক সম্মেলন ২০১৫’ উদ্বোধন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই সম্মেলনের উদ্বোধন করেন।
বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল উল মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি। #
লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/আরএইচ-৫১২৮