রাবি রিপোর্টার্স ইউনিটির নয়া সভাপতি ও সম্পাদক
দৈনিক করতোয়ার শহিদুল ইসলামকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জয়শ্রী ভাদুড়ীকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির ১৭ সদস্য বিশিষ্ট ২০১৫-১৬ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আলী রমজান এ কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে দায়িত্ব পাওয়া অন্য সদস্যরা হলেন, সহসভাপতি-১ কায়কোবাদ আল-মামুন (বাংলামেইল), সহসভাপতি-২ জাকির হোসেন তমাল (যায়যায়দিন ও লেখাপড়া২৪ডটকম), যুগ্ম সাধারণ সম্পাদক-১ ইব্রাহীম খলিল (বিডিনিউজ), যুগ্ম সাধারণ সম্পাদক-২ প্রদীপ সরকার (এনটিভি অনলাইন), কোষাধ্যক্ষ অধরা মাধুরী পরমা (ভোরের কাগজ), সাংগঠনিক সম্পাদক রাইসা জান্নাত (আওয়ার নিউজবিডি), দফতর সম্পাদক আলী হুসাইন মিঠু (২৪ঘন্টাডটকম), প্রচার সম্পাদক শিহাবুল ইসলাম (খবর২৪ঘন্টা), ক্রীড়া সম্পাদক ফারুক খান (ইন্ডিপেন্ডেন্ট), সংস্কৃতি বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা (বাংলার চোখ), সংস্কৃতি বিষয়ক সহসম্পাদক জুলহক জুয়েল (ওপেন নিউজ), সদস্য মাহফুজ মুন্না (দৈনিক রাজশাহী), আলী ইউনুস হৃদয় (সানবিডি নিউজ), মর্তূজা নূর (উত্তরা প্রতিদিন)।
এদিকে রাবি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে, রাবি প্রশাসন, শিক্ষক সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, রাবি সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোট, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রী, রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট, উদীচী রাবি সংসদ, ইতিহাস চর্চা কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।