“যুক্তিতে মুক্তি” বিজিএমইএ ভার্সিটিতে ডিবেট কম্পিটিশন
গত ২৩ ডিসেম্বর বিজিএমইএ ইউনিভার্সিটিতে ২০১৫ এর বিতর্ক উৎসবের ফাইনাল অনুষ্ঠিত হয়। বাংলা বিতর্কে ফাইনালে অংশগ্রহণ করে ১৪১ ব্যাচ এবং ১৪২ ব্যাচ, এতে ১৪২ ব্যাচ জয়লাভ করে। ইংরেজি বিতর্কে ফাইনালে অংশগ্রহণ করে ১২২ ব্যাচ এবং ১৩১ ব্যাচ, এতে জয়লাভ করে ১৩১ ব্যাচ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সৈয়দ মাসুদ হুসেইন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। বাংলা বিতর্কে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজিএমইএ ইউনভারসিটির প্রক্টর এবং সিনিয়র এসিটেন্ট প্রফেসর এ কে এম শফিকুর রহমান। এছাড়াও ইংরেজি বিতর্কের বিশেষ অথিতির বক্তব্য রাখেন বিজিএমইএ ইউনিভার্সিটির কেএমটি ডিপার্টমেন্ট প্রধান এসোসিয়েট প্রফেসর জামা উদ্দিন। এবং এই বিতর্ক উৎসবের স্লোগান ছিলো “যুক্তিতে মুক্তি”।
লেখাপড়া২৪.কম/বিজিএমইএ/পিআর/এমএএ-০৪৭৪