রাবিতে ওয়ান পয়েন্ট পাওয়ার সাপ্লাই সিস্টেম উদ্বোধন

????????????????????????????????????

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ ও সঞ্চালন ব্যবস্থার উন্নয়নে কর্তৃপক্ষ ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে একটি ১১ কেভি সুইচগিয়ার ও ওয়ান পয়েন্ট পাওয়ার সাপ্লাই সিস্টেম উদ্বোধন করা হয়েছে।

 

Post MIddle

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। সেখানে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, প্রধান প্রকৌশলী মো. সিরাজুম মনিরসহ প্রকৌশল দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই সুইচগিয়ার স্থাপনের মাধ্যমে ক্যাম্পাসের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার নিয়ন্ত্রণ করা যাবে। সঞ্চালন ব্যবস্থায় কয়েকটি ফিডার থাকায় বিদ্যুৎতের লোডসেডিং এর সময়েও ক্যাম্পাসের সকল অংশ এক সাথে বিদ্যুৎবিহীন হবে না।#

 

 

লেখাপড়া২৪.কম/রাবি/পিআর/আরএইচ-৫১০১

পছন্দের আরো পোস্ট