নোবিপ্রবি পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিষদের ২৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে বুধবার সকাল ১১টায় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো: মামুনুর রশীদ কিরণসহ
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো: আবুল হোসেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক প্রফেসর ড. নুরুল ইসলাম নাজেম, বিসিএসআইআর এর চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর চেয়ারম্যান, নোয়াখালী সরকারী কলেজ ও নোয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সরকার ও ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন এবং রেজিস্ট্রার প্রফেসর মো: মমিনুল হক।
উপাচার্য সভার শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সকলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
সভাশেষে সদস্যবৃন্দ ক্যাম্পাসের নব নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।#
লেখাপড়া২৪.কম/নোবি/কামরুল/আরএইচ-৫১১৪