ড্যাফোডিল কম্পিউটার্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

7F9A4582 (1)দেশের শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স লি: এর ১৮তম বার্ষিক সাধারণ  সভা ২৩ ডিসেম্বর, ২০১৫ ডিআইইউ মিলনায়তনে (৪/২, সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭) অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে ড্যাফোডিল কম্পিউটার্স লি: এর চেয়ারম্যান মিসেস সাহানা খানের সভাপতিত্বে ব্যবস্থাপনা পরিচালক মো: সবুর খান প্রতিষ্ঠানের ২০১৪-২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন এবং আলোচ্যসূচি উপস্থাপন করেন। সভায় ড্যাফোডিল কম্পিউটার্স লি: এর পরিচালক বৃন্দ ও কোম্পানী সেক্রেটারীসহ অসংখ্য শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন।

 

Post MIddle

উক্ত সভায় শেয়ার হোল্ডারগণ ১২% ক্যাশ ডিভিডেন্ড,অথরাইজ্ড ক্যাপিটাল ৫০কোটি টাকা থেকে ২০০ কোটি টাকা বৃদ্ধিসহ ২০১৪-২০১৫ অর্থ বছরের হিসাব অনুমোদন করেন এবং আগামি অর্থ বছরে আরও ভাল করার আশা ব্যাক্ত করে সভা সমাপ্ত ঘোষনা করেন। #

 

লেখাপড়া২৪.কম/পিআর/আরএইচ-৫১১২

পছন্দের আরো পোস্ট