এইউবি শিক্ষার্থীদের ইন্ড্রাস্ট্রিয়াল স্টাডি ট্যুর

02সম্প্রতি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ইন্ড্রাস্ট্রিয়াল স্টাডি ট্যুর এর আয়োজন করা হয়। এইউবি’র শিক্ষার্থীরা এ স্টাডি ট্যুরে আশুলিয়াস্থ আলিফ গার্মেন্টস এর কর্মময় পরিবেশ পরিদর্শন করে। এ দিন সকালে এইউবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক স্টাডি ট্যুর এর উদ্বোধন করেন।

 

এ সময় ভাইস চ্যান্সেলর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখার পাশাপাশি বর্ণাঢ্য কর্মময় পরিবেশ এর সাথে পরিচিত হতে হবে। বাস্তব জীবনের জন্য দক্ষতা অর্জনের বিকল্প নেই। দক্ষ ব্যক্তিরা জীবনের কোন ক্ষেত্রে ব্যর্থ হয় না। তিনি আরো বলেন, দক্ষতা এবং নৈতিকতা সফলতার চাবিকাঠি। কাজেই এ দুইটি গুন অর্জনের জন্য শিক্ষার্থীদেরকে সদা তৎপর থাকতে হবে।

 

Post MIddle

বানিজ্য অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোশারফ হোসেন এর নেতৃত্বে এ ট্যুরে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন একাডেমিক অ্যাফেয়ার্স ডিরেক্টর ওয়াহিদুজ্জামান খান, স্টুডেন্টস অ্যাফেয়ার্স ডিরেক্টর আব্দুল্লাহ এম তাহের, তারেক কুদ্দুস, সহকারী অধ্যাপক আব্দুল হাকিম, সৈয়দ নাজমুল হুদা, জে আলীসহ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।#

 

 

লেখাপড়া২৪.কম/এইউবি/পিআর/আরএইচ-৫১০৬

পছন্দের আরো পোস্ট