খুবির রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব ২৫ ডিসেম্বর
আগামী (২৫ ডিসেম্বর) শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে। উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
খুলনা বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক মোঃ মনিরুল হাসান তুহিন উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এ উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯ টায় র্যালি, সকাল সোয়া ১০ টায় উদ্বোধনী অনুষ্ঠান এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
লেখাপড়া২৪.কম/খুবি/পিআর/এমএএ-০৪৬৩