“সেন্টার ফর এন্টারপ্রাইজ অ্যান্ড সোসাইটি” সেমিনার
“Oil drives the world – but who drives oil” ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর গবেষণা কেন্দ্র “সেন্টার ফর এন্টারপ্রাইজ অ্যান্ড সোসাইটি” (সিইএস) গত ২০ ডিসেম্বর একটি সেমিনারের আয়োজন করে।এই মাসি্ক টক সি্রিজ সেমিনার এর বিষয়বস্তু ছিল “ Oil drives the world – but who drives oil”।

এতে বক্তব্য রাখেন সৌদি আরব জাতীয় তেল কোমপানির সিনিয়র অ্যাডভাইজার জনাব মুসতফা হানিফ। ইউল্যাব কাম্পাস “এ” আয়োজিত এই সেমিনারে আরও অংশগ্রহন করেন ইউল্যাব এর ভিসি প্রফেসর ইমরান রহমান, সেন্টার ফর এন্টারপ্রাইজ অ্যান্ড সোসাইটি (সিইএস) এর অ্যাডভাইজার সাজিদ অমিত, ডীনমহোদয়, শিক্ষকমহোদয় এবং গবেষণাকারী, ইউল্যাব এর রেজিষট্রার কর্নেল ফয়জুল ইসলাম, প্রমুখ।
লেখাপড়া২৪.কম/ইউল্যাব/পিআর/এমএএ-০৪৫৯