ঢাবি উপাচার্যের সাক্ষাতে আন্তর্জাতিক অ্যাওয়ার্ডপ্রাপ্তরা

????????????????????????????????????

সম্প্রতি বৃটিশ পার্লামেন্টে ’Country Award’  এবং ’Global Money Week 2015’ এর জন্য সম্মাননা স্মারক লাভ করেছে বাংলাদেশের DUTIMZ এবং ‘Child and Youth Finance International’ (CYFI) প্রতিনিধিদল। সোমবার (২১ ডিসেম্বর ২০১৫) এই এ্যাওয়ার্ডপ্রাপ্ত এই দলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেছে।

 

Post MIddle

প্রতিনিধিদলের সদস্যরা হলেন- CYFI সংগঠনের বাংলাদেশের প্রেসিডেন্ট আমেনা হাসান এসা ও আবুল হাসনাত সোহাগ, CYFI এর সাধারণ সম্পাদক এবং DUTIMZ- এর বিপাশা মতিন, রাশিদুল ইসলাম, মো: শাফাত কাদের ও কে এম হাসান রিপন। উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় সর্বমোট ১০০টি দেশ অংশগ্রহণ করে।

 

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/আরএইচ-৫০৮৯

পছন্দের আরো পোস্ট