খুবির পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিনের ১৫ ব্যাচের নবীন বরণ
আগামীকাল (২৩ ডিসেম্বর) বুধবার ২ নম্বর একাডেমিক ভবন অডিটরিয়ামে সকাল ১০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিনের ১৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হবে। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. ফারজানা নাহিদ এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন ট্রেজারার খান আতিয়ার রহমান, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইসমত কাদির, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।
লেখাপড়া২৪.কম/খুবি/পিআর/এমএএ-০৪৫৮