ইবি অধ্যাপকের বাসায় গুলির ঘটনায় কর্তৃপক্ষের ক্ষোভ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও মুসলিম বিধান বিভাগের প্রফেসর ড. মোঃ সেলিম তোহার কুষ্টিয়া হাউজিং ডি ব্লকের বাড়িকে লক্ষ্য করে সোমবার ২ রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বার্তা প্রেরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান।
প্রেরিত বার্তায় তাঁরা বলেন, যারা এই সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। অবিলম্বে এই সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান।
এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও মুসলিম বিধান বিভাগের প্রফেসর ড. মোঃ সেলিম তোহার বাড়িকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু।#
লেখাপড়া২৪.কম/ইবি/পিআর/আরএইচ-৫০৯০