শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর অনুরোধ ডুয়েট উপাচার্যের

DSC06891ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ‘সেলফ এ্যাসেসমেন্ট এন্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স ইন হায়ার এডুকেশন’ শীর্ষক দিনব্যাপী একটি কর্মশালা গতকাল (২১/১২/২০১৫) সোমবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়।

 

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ নাছিম আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী।

 

Post MIddle

অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ পারলিস (ইউনিম্যাপ) এর স্কুল অফ কম্পিউটার এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডীন অধ্যাপক ড. আর বাদলিশাহ আহমাদ।

 

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, আমাদের দেশে উচ্চ শিক্ষায় বিনিয়োগ খুব কম। তিনি উচ্চ শিক্ষার মানোন্নয়নে সরকারকে বিনিয়োগ বাড়ানোর অনুরোধ জানান। উপাচার্য বলেন, বিনিয়োগ বাড়লে শিক্ষকবৃন্দ গবেষণায় উৎসাহী হবেন এবং তারা একাডেমিক কার্যক্রমে অধিক আগ্রহী হবেন।

 

লেখাপড়া২৪.কম/ডুয়েট/পিআর/এমএএ-০৪৩৯

পছন্দের আরো পোস্ট