রাষ্ট্রপতির সাক্ষাতে নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিনিধি দল

NSU delegates with Presidentনর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)প্রতিনিধি দল বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতি ও এনএসইউ আচার্য এডভোকেট আব্দুল হামিদের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।এনএসইউ ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান এম এ কাশেম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে ছিলেন ট্রাষ্টি সদস্য এম এ হাশেম, রেহানা রহমান, ইয়াসমিন কামাল এবং উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী।

 

Post MIddle

সাক্ষাতকালে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাম্প্রতিক নানা সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন এম এ কাশেম। যুক্তরাষ্ট্রের বিখ্যাত তিন ইউনিভার্সিটির সাথে শিক্ষাচুক্তি, বানিজ্য শিক্ষাক্ষেত্রে বিশ্ব স্বীকৃত মান মূল্যায়নকারী প্রতিষ্ঠান এসিবিএসপি (Accreditation Council for Business Schools and Programs-ACBSP) সনদ অর্জনসহ বিশ্বায়নের পথে নর্থ সাউথ ইউনিভার্সিটির অগ্রযাত্রার সংবাদে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। তিনি দেশীয় শিক্ষা সংস্কৃতির পাশাপাশি মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা বিশ্ববাসীর কাছে তুলে ধরার আহ্বান জানান। #

 

 

লেখাপড়া২৪.কম/পিআর/আরএইচ-৫০৬৯

 

পছন্দের আরো পোস্ট