আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুবি
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা-২০১৫ তে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ানে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ১২টি বিশ্ববিদ্যালয় অংশ গ্রহণ করে।
এর আগে সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে স্থান করে নেয় কুবি টিম। বিজয়ী দলের ম্যানেজার ছিলেন, শিক্ষক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ কাজী কামাল উদ্দিন। কোচের দায়িত্বে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর মনিরুল আলম। দলের সদস্যরা হলেন, একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী মোঃ আব্দুল আহাদ (অধিনায়ক), মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোশাহিদুল ইসলাম এবং একই বিভাগের সোহাগ মল্লিক।
লেখাপড়া২৪.কম/কুবি/রাসেল/এমএএ-০৪২২