সংঘর্ষের ঘটনায় ইবি বন্ধ ঘোষণা
সংঘর্ষের ঘটনার পর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ৫জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়তে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ছাত্রীদের জন্য রোববার সকাল ১০টা পর্যন্ত হলত্যাগের সুযোগ দেয়া হয়েছে।
উল্লেখ্য. শনিবার দুপুরে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলি হয়। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন। ভিসিবিরোধী মিছিলকে কেন্দ্র করে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবারও এ দুই গ্রুপ তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় গুলিতে একজন আহত হন। সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
লেখাপড়া২৪.কম/ইবি/আরএইচ-৫০৬৭