স্মৃতিসৌধে জাবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা
বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।
বুধাবর সকাল সাড়ে ৭টায় সাংবাদিক সমিতির সভাপতির বেলাল হোসাইন রাহাত ও সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ সুজনের নেতৃত্বে সমিতির সদস্যরা একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সাংবাদিক সমিতির সহ-সভাপতি সানাউল্লাহ মাহী, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ জাবেদ, কোষাধ্যক্ষ মো. সাইফ উদ্দিন আবির, দপ্তর ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম হীরা, কার্যনির্বাহী সদস্য হাসান দবির উদ্দিন, নূর আলম হিমেলসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।#
লেখাপড়া২৪.কম/জাবি/নুআ/আরএইচ-৫০১৫