জাতীয় স্মৃতিসৌধে ড্যাফোডিল ইউনিভার্সিটির শ্রদ্ধা

Prof. Dr. Yousuf M. Islam, Vice Chancellor, Daffodil International University paying homage to the martyrs at National Monument at Savar placing a floral wreath.যথাযোগ্য মর্যাদা আর জাতীয় স্মৃতিসৌধে পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তন অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

 

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর, ২০১৫ সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ ই্উসুফ এম ইসলামের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানে হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (স্টুডেন্ট এফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান, ইটিই ডিপার্টমেন্টের প্রধান ঈস্খফেসর ড. এ কে এম ফজলুর হক, সফটওয্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. তৌহিদ ভ’ইয়া, ইংরেজী বিভাগের প্রধান উম্মে কুলসুম, টুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মাহাবুব পারভেজসহ বিশ্ববিদ্যালয়ের উধ্বৃতন কর্মকতা বৃন্দ।#

 

 

লেখাপড়া২৪.কম/পিআর/আরএইচ-৫০১৪

পছন্দের আরো পোস্ট