শাবিপ্রবিতে গ্রিন এক্সপ্লোর সোসাইটির বিজয় দিবস পালন
শাবিপ্রবি ক্যাম্পাসের প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করা একমাত্র সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’ যথাযোগ্য মর্যাদায় পালন করলো মহান বিজয় দিবস।
দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় অর্জুনতলা থেকে সংগঠনের উপদেষ্টামন্ডলী, কার্যনির্বাহী সদস্য ও সাধারন সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে যাত্রা শুরু করে যা শহীদ মিনারে যথাযোগ্য সম্মানের সাথে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।
উপদেষ্টাগণের মধ্যে উপস্থিত ছিলেন নৃ-বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাবেদ কায়সার এবং স্থাপত্য কলা বিভাগের সহকারী অধ্যাপক কৌশিক সাহা এবং শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ওমর ফারুক।#
লেখাপড়া২৪.কম/শাবি/সাম/আরএইচ-৫০০