কুমিল্লার জয়ে শেকৃবিতে বিজয় মিছিল
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নাটকীয় জয়ে বিজয় মিছিল করেছে দলের সমর্থক শেকৃবির ছাত্ররা। শেষ বলে একটি সিঙ্গেল নিয়ে জয়ের বন্দরে পৌঁছার সাথে সাথেই শেরেবাংলা হল থেকে মিছিল শুরু হয়। নবাব সিরাজ-উদ-দৌলা হল, কবি কাজী নজরুল ইসলাম হল, প্রশাসনিক ভবন, ভিসি বাংলো, বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল ও কৃষকরত্ন শেখ হাসিনা হলের সম্মুখভাগ প্রদক্ষিণ শেষে আবার শেরেবাংলা হলে এসে মিছিলটি শেষ হয়।
পছন্দের দলের বিজয়ে উচ্ছ্বসিত ৭২ ব্যাচের মাহমুদুল হাসান নাঈম তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘স্বপ্ন আমার সত্যি হল। কিতা কইতাম মাশরাফির কতা হেতেরে আমার মাতাত তুইল্লা নাচতাম মনে কয়’।
দেশসেরা অধিনায়ক মাশরাফির কারণে ফাইনালে অনেকেই কুমিল্লার সমর্থন করেছেন। নাসিম আহমেদ লিখেছেন, ‘মাশরাফি আসলেই মাশরাফি’।
তবে বিপিএলে যে যে দলেরই সমর্থন করেন না কেন, দিন শেষে সবাই বাংলাদেশের সমর্থক। বাংলাদেশের ক্রিকেটের সাফল্য কামনা করেছেন সবাই।#
লেখাপড়া২৪.কম/শেকৃবি/জাবের/আরএইচ-৪৯৭২