রাবি রিপোর্টার্স ইউনিটির বিজয় দিবস উদযাপন
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ট সন্তানদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র (রুরু) সদস্যরা।
বুধবার সকাল ৯টায় রাকসু ভবনে অবস্থিত সংগঠনটির কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শহীদদের স্বরণে সেখানে কিছুক্ষণ অবস্থান করেন রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।
এসময় সেখানে উপস্থিত ছিলেন,সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক জয়শ্রী ভাদড়ী, কোষাধ্যক্ষ কায়কোবাদ আল মামুন খান, সদস্য জাকির হোসেন তমাল, ইব্রাহিম খলিল ও প্রদীপ সরকারসহ আরও অনেকে।#
লেখাপড়া২৪.কম/রাবি/তমাল/আরএইচ-৪৯৭৯