মহান বিজয় দিবসে রাবি ছাত্রলীগের শ্রদ্ধা
মহান বিজয় উপলক্ষে রাত্রের প্রথম প্রহরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে। প্রথমে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এরপর এগারোটি হলের পক্ষ থেকে পৃথকভাবে প্রতিটি হল ইউনিট পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শহীদ মিনারের বেদীতে ফুলের ডালা প্রদানের মাধ্যমে মহান মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে শহীদ মিনারে উপস্থিত হন ১১টি হলের নেতা কর্মীরা। ফুলের ডালা অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজশাহী বিশ্বব্যিালয় ছাত্রলীগের সভাপতি এম মিজানুর রহমান রানা। এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম রুবেল, সহ-সভাপতি আতিকুর রহমান সুমন, সহ-সভাপতি মেহেদী হাসান রাসেল, মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক গোমলাম কিবরিয়া এবং ১১টি হলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।#
লেখাপড়া২৪.কম/রাবি/প্রেবি/আরএইচ-৪৯৭৩