বিজয় দিবসে ইবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলী
ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস) মহান বিজয় দিবসকে শ্রদ্ধাভরে পালন করেছে। দিনটি উপলক্ষে ইবিসাস বিজয় র্যালী ও স্বাধীনতার স্মৃতিস্তম্ভ মুক্ত বাংলায় পুষ্প স্তবক অর্পণ করেছে।
সকাল সাড়ে নয়টায় সমিতির সভাপতি ইমামুল হাসান আদনানের নেতৃত্বে অন্যান্য সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিজয় র্যালীতে যোগদান করে। এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতি কোষাধক্ষ শাহজাহান নবীন, দপ্তর সম্পাদক যুবায়ের আলম অমি, প্রচার সম্পাদক ইলিয়াস মেহেদী, আইটি সম্পাদক মাহদুল হাসান রনি, সদস্য আবদুল্লাহ আল ফারুক, আকাশ, মাহফুজ, তনু, হিমেল, শুভ্রসহ অন্যান্য সদস্যরা।

র্যালীটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ মুক্ত বাংলায় গিয়ে শেষ হয়। সেখানে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন তারা। পরে সেখানে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।#
লেখাপড়া২৪.কম/ইবি/নবীন/আরএইচ-৪৯৯১