বাকৃবি ফটোগ্রাফিক সোসাইটির যাত্রা শুরু
‘ফ্রেমে ফ্রেমে জীবনের গল্প’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যাত্রা শুরু করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফিক সোসাইটি (বাকৃবিফসো)।
বুধবার সকালে ফটো ওয়াকের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর ওই ফটোওয়াকের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান, সংগঠনটির সভাপতি প্রফেসর ড. খান মোহাম্মদ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক খালেদ মোহাম্মদ সাদ, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. ছোলায়মান আলী ফকিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ফটোগ্রাাফিক দক্ষতা এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বৃদ্ধির লক্ষ্যে বিজয় দিবসে সকল সদস্যদের নিয়ে একটি ‘ফটো ওয়াকের’ মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সংগঠনটি।#
লেখাপড়া২৪.কম/বাকৃবি/আর/আরএইচ-৪৯৯৭