পটুয়াখালীতে বিজয় দিবস পালিত

IMG_20151216_212347১৬ ডিসেম্বর, মহান জাতীয় বিজয় দিবস ২০১৫ উপলক্ষে সকাল ৬.৩০ মিঃ থেকে পটুয়াখালী কেন্দ্রীয় স্মৃতিসৌধে জেলা প্রশাসকের পুষ্প অর্পনের মধ্য দিয়ে শুরু হয়। বিভিন্ন স্কুল, কলেজ, রাজনৈতিক দলের র‌্যালি শেষে স্মৃতিসৌধে এসে পুস্প অর্পন করেন।

IMG_20151216_212544পুস্প অর্পন শেষে সকাল ৮ থেকে পটুৃয়াখালী পি টি এস ময়দানে মুক্তিযুদ্ধা, পুলিশ,আনসার,রেড ক্রিসেন্ট ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পিটি ও কুচকাওয়াজ শুরু হয়। পরে স্কুলভিত্তিক ডিসপ্লে প্রদর্শনী হয়।প্রদর্শনীতে যারা ভাল করেছে তাদের মধ্যে বিচারকমন্ডলির সহায়তায় ১ম,২য় ও ৩য় নির্বাচিত করে তাদের পুরস্কৃত করা হয়। পটুৃয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার,ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতি সংগঠন প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন।#

Post MIddle

IMG_20151216_073704

 

লেখাপড়া২৪.কম/আরএইচ-৪৯৮৮

পছন্দের আরো পোস্ট