‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত অবৈধ কেন নয়’

হাইকোর্টবেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে পরিচালনা কমিটির পরিবর্তে সরকারি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জবাব দিতে শিক্ষা সচিব এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে। সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে হাইকোর্টের বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর বেঞ্চ এ রুল জারি করেন।

 

Post MIddle

৩০ নভেম্বর সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম এ রিট আবেদন করেন। শুনানিতে রিটের পক্ষে তিনি নিজেই বক্তব্য উপস্থাপন করেন। এতে বলা হয়, আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি শিক্ষক নিয়োগ দিত। ২১ অক্টোবর সরকারি নিয়ন্ত্রণে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত জানিয়ে একটি সার্কুলার জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এতে পরিচালনা কমিটির পরিবর্তে জেলা শিক্ষক নিয়োগ কমিটির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের কথা বলা হয়। জেলা প্রশাসককে প্রধান করে এ কমিটিতে থাকবেন ইউএনও, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ-৪৯৫৯

পছন্দের আরো পোস্ট