ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ

_DSC0021চীনের পাবলিশিং এন্ড মিডিয়া গ্রুপ কোম্পানি লিমিটেডের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মিস জুনের নেতৃত্বে ৩-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আজ ()১৫ ডিসেম্বর মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন আবেল ঝাং এবং জুফি বাই। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মো: আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

 

Post MIddle

সাক্ষাৎকালে তারা চীনা কোম্পানির আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অত্যাধুনিক লাইব্রেরি প্রতিষ্ঠার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। প্রতিনিধি দলের সদস্যরা চীনা কোম্পানিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইন্টার্নশীপ করার সুযোগ প্রদানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশে অবস্থিত চীনের বিভিন্ন কোম্পানিতে ঢাকা বিশ্ববিদ্যালয় স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হবে বলেও বৈঠকে জানানো হয়।

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/এমএএ-০৪০৫

পছন্দের আরো পোস্ট